চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ জয়বঞ্চিত টানা চার ম্যাচ। এর মধ্যে
স্প্যানিশ লা লিগাতেই তারা জেতেনি সবশেষ তিনটি। খুঁইয়েছে ৭টি পয়েন্ট। এই
পয়েন্ট খোয়ানোর দৌড়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাই বা পিছিয়ে থাকবে কেন!
তারাও যোগ দিয়েছে ব্যর্থতার এ দৌড়ে।
রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে পারেনি বার্সেলোনা। উয়েফা
চ্যাম্পিয়নস লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়া আর্নেস্ত
ভালভার্দের দল লা লিগায় ফিরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিক ভ্যালেন্সিয়ার হয়ে প্রথম গোলটি করেন
আর্জেন্টাইন ডিফেন্ডার ইজিকুয়েল গ্যারে। কর্ণার থেকে উড়ে আসা বলে লুইস
সুয়ারেজ হেড করলে তা গিয়ে লাগে জেরার্ড পিকের পিঠে। অরক্ষিত অবস্থায় পেয়ে
যান গ্যারে। সহজতম সুযোগটি কোনো বাড়তি কষ্ট ছাড়াই কাজে লাগান এ আর্জেন্টাইন
ডিফেন্ডার।
শুরুতেই গোল খেলে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়েন লিওনেল মেসিরা। ম্যাচের
২৩তম মিনিটে সমতাসূচক গোলটিও পেয়ে যায় তারা। উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস
সুয়ারেজের সাথে দারুণ বোঝাপড়ায় ম্যাচে সমতা ফেরান দলের অধিনায়ক লিওনেল
মেসি। চলতি লিগে লিগে এটি মেসির ষষ্ঠ গোল।
ম্যাচের বাকি সময়ে জয়সূচক গোল করতে প্রাণপণ চেষ্টা করে যান মেসি,
সুয়ারেজ, কৌতিনহোরা। কিন্তু ভুলভাল পাস আর লক্ষ্যভ্রষ্ট সব আক্রমণে গোল
পাওয়া হয়নি তাদের। ফলে মৌসুমের তৃতীয় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় লা লিগার
বর্তমান চ্যাম্পিয়নদের।
0 Comments