সেমিতে ফিলিস্তিনকে এড়াতে চান বাংলাদেশের অধিনায়ক

ম্যাচটি বাঁচা-মরার নয় কোনো দলেরই। বাংলাদেশ ও ফিলিপাইন সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেই মুখোমুখি হচ্ছে শুক্রবার। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া তারপরও ম্যাচটিকে দেখছেন অতি গুরুত্বপূর্ণ হিসেবে।
বাংলাদেশ অধিনায়ক ‘এ’ গ্রুপের শক্তিশালী দল হিসেবে দেখছেন ফিলিস্তিনকে। পশ্চিম এশিয়ার এ দলটিকেই তিনি ধরছেন অন্য গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। তাই নিজেরা গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ফিলিস্তিনকে এড়াতে চান জামাল ভুঁইয়া।

বৃহস্পতিবার অনুশীলনের পর বাংলাদেশ অধিনায়ক ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা ম্যাচ জিততে চাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে। তাহলে আমাদের ফাইনালের ওঠার লড়াইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হতে হবে না।’
বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরও কেন এ ম্যাচটিকে এত গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক তার ব্যাখ্যাও দিয়েছেন, ‘একজন ফুটবলারের কোনো ম্যাচকেই হালকা করে দেখা উচিত নয়। কারণ, প্রতিটি ম্যাচই পরীক্ষা। আমার বিশ্বাস দলে পরিবর্তন হলেও কোচ যাদের নেবেন তাদের ক্ষমতা আছে ফিলিপাইনকে হারানোর। আমরা পারবো।’
ফিলিপাইন দলের আক্রমণভাগকে বেশি শক্তিশালী হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ওদের আক্রমণভাগের খেলোয়াড়রা খুবই ভালো। ম্যাচের গতিচিত্র যে কোনো সময় বদলে দেয়ার মতো খেলোয়াড় আছে তাদের। তাই আমাদের ডিফেন্সকে সতর্ক থাকতে হবে। আর ওদের ডিফেন্সকে আমার একটু স্লো মনে হয়েছে। সে সুযোগও নিতে হবে আমাদের।’
একাদশে পরিবর্তন হলে কারা খেলতে পারেন? জামাল ভুঁইয়া বলেছেন, ‘কোচ ঠিক করবেন কাকে বিশ্রামে রেখে কাকে খেলাবেন। তবে আমি বলবো, যারাই সুযোগ পাবেন তারাও যোগ্য ফিলিপাইনকে হারানোর জন্য। আমরা জয়ের জন্য খেলবো, আশা করি জিতেই মাঠ ছাড়বো।’

Post a Comment

0 Comments