নতুন বছরটা ভালোভাবেই শুরু করেছিলেন পৃথিবীর অন্যতম দামি এই ফুটবলার। তবে
বিপত্তি ঘটে আরও একটি বড় টুর্নামেন্টকে সামনে রেখে। আগামী ১২ ফেব্রুয়ারি
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির
মুখোমুখি হবে তার দল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
সেই ম্যাচের আগে আবারো সেই গোড়ালির ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান প্রিন্স
খ্যাত নেইমার। গত ২৪ জানুয়ারি ফ্রেঞ্চ কাপে নিজেদের মাঠ পার্ক দো
প্রিন্সেসে স্ট্রাসবার্গের বিপক্ষে মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচে
প্রতিপক্ষ খেলোয়াড়ের আঘাতে এই ইনজুরিতে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন
সেসময়। সেই ম্যাচে জয় পেলেও শঙ্কা তৈরি হয় চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিকে
ঘিরে।
সেই শঙ্কায় এবার বাস্তবে রূপ নিলো। নেইমার খেলতে পারবেন না ওল্ড
ট্রাফোর্ডের শেষ ষোলর ম্যাচটি। এমনটাই জানিয়েছেন পিএসজির কোচ টমাস টুখেল।
বৃটিশ গণমাধ্যম মিররের বরাত দিয়ে তিনি বলেন, ‘ সে (নেইমার) এখনও ডান পায়ে
ভর দিতে পারছে না। বলতে হচ্ছে যে তার ওল্ড ট্রাফোডে খেলার কোনও সম্ভাবনা
নেই। এটা প্রায় অসম্ভব যে তাকে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে
ম্যাচে পাব।
নেইমার বিহীন পিএসজির জন্য ম্যান ইউর বিপক্ষে ম্যাচটিতে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না।
0 Comments