ফুটবল প্রেমীদের জন্য সুখবর। প্রীতি ম্যাচে মাঠে নামছে ল্যাটিন আমেরিকার
অন্যতম সেরা পরাশক্তি ব্রাজিল। প্রতিপক্ষ দুর্বল সৌদি আরব হলেও, তাদের
হালকাভাবে নিচ্ছেনা তিতের শীষ্যরা। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে
ম্যাচটি শুরু হবে শুক্রবার রাত ১২টায়। আরেক ম্যাচে সিউলে একই দিন বিকেল
৫টায় লড়বে দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে।
ফুটবল দুনিয়ার অন্যতম সেরা পরাশক্তি ব্রাজিল। বিশ্বকাপের সবচেয়ে বেশি
শিরোপা, সবচেয়ে বেশি ফেয়ার প্লে ট্রফিসহ রেকর্ডের পাতার অনেকটা জায়গা জুরেই
রয়েছে সেলেসাওদের নাম। তবে, ২০১৪'র মত রাশিয়া বিশ্বকাপটাও ভাল যায়নি তিতে
বাহিনীর। ষষ্ঠ শিরোপার মিশনে রাশিয়ায় এসেও বেলজিয়ামের কাছে কোয়ার্টার
ফাইনাল হার তছনছ করে দিয়েছে হেক্সা মিশন।
দু:সহ সে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়েছে বিশ্বকাপ পরবর্তী যুক্তরাষ্ট্র ও
এল সালভাদরের বিপক্ষে বড় জয়ে। নিজেদের গুছিয়ে নিতে এবার সৌদি আরবের
মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচের চারদিন পর মূল মিশন চিরপ্রতিদ্বন্দ্বী
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ। এ দুটি ম্যাচের জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস
ফেরানোর সঙ্গে দলের মধ্যে বোঝাপড়াটাও বাড়াতে চায় ব্রাজিল।
দুর্দান্ত ফর্মে আছেন নেইমার,কৌতিনিয়ো ও জেসুস। তবে, প্রতিপক্ষ দুর্বল
হওয়ায় এ ম্যাচে বেশ কিছু জায়গায় পরীক্ষা নীরিক্ষা করে দেখতে চান তিতে।
দু'বছর পর দলে ফিরেছেন লুকাস মৌরা। প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে অতীত
পরিসংখ্যানে এগিয়ে থাকলেও, তাদের হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল।
ব্রাজিল ডিফেন্ডার মারকুইনহোস বলেন, 'দেখুন ওরা স্বাগতিক। তাই হালকাভাবে
দেখার কোন সুযোগ নেই। আমরা মূলত আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের
ঝালিয়ে নিতে চাই। সে ম্যাচটায় আমাদের জয় পেতেই হবে।'
প্রতিপক্ষ সৌদি আরব শেষ তিন ম্যাচের মধ্যে রাশিয়া ও উরুগুয়ের কাছে হারলেও,
মিশরের সঙ্গে জয় পেয়েছে। তবে, বড় দলগুলোর বিপক্ষে জয়ের সুখস্মৃতি নেই বললেই
চলে। তবে হুয়ান অ্যান্তোনিও পিজ্জি দায়িত্ব নেয়ার পর থেকে অনেকটা উন্নতি
এসেছে ফুটবলারদের খেলায়। তবে, পরিসংখ্যানের দিকে চোখ বোলালে হতাশ হতেই হবে
স্বাগতিকদের। কারণ শেষ দেখায় ৮-২ গোলে ব্রাজিলের কাছে হেরেছিলো সৌদি আরব।
এর আগে খেলা দু'ম্যাচে জয় আছে ব্রাজিলের।
আরেক ম্যাচে, সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে।
বিশ্বকাপ ভালে কাটেনি তাবারেজের দলেরও। প্রতিপক্ষ কোরিয়া স্বাগতিক
সমর্থকদের সুবিধা পেলেও, তাদের হারিয়ে জয় পেতে চায় উরুগুয়ে।
0 Comments