আজ সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় (১৭ অক্টোবর, ১২.০০ এ.এম) প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিল ও আর্জেন্টিনা।
ব্রাজিল-আর্জেন্টিনা খেলাটি এশিয়ার কোন চ্যানেল লাইভ
দেখাবে না। লাইভ দেখা যাবে বেইন স্পোর্টস (Bein Sport 1) চ্যানেলে। এছাড়া ফেসবুকে লাইভ দেখতে আমাদের BD - Sports Center পেজে চোখ রাখুন।
ব্রাজিল-আর্জেন্টিনা এ নিয়ে ১০৪ বার মুখোমুখি হয়েছে। একসময় দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবে সমতা থাকলেও ব্রাজিল আবার এগিয়ে গেছে। ৪০টি ম্যাচ জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা ৩৮টি।
0 Comments