‘এ’ গ্রুপ রানার্সআপ তাজিকিস্তান ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া ফিলিপাইনের। শনিবার ফিলিস্তিন ও নেপালের ম্যাচ দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের সিলেট পর্ব। এবার দুই সেমিফাইনাল কক্সবাজারে ৯ ও ১০ অক্টোবর। ফাইনাল ঢাকায় ১২ অক্টোবর।
এই প্রথম তিন ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ডকাপ। আগের দুটি আসর বসেছিল ঢাকা ও যশোর এবং ঢাকা ও সিলেটে। দর্শকের কথা মাথায় রেখেই জাতির জনকের নামের এ টুর্নামেন্টের বেশিরভাগ খেলা ঢাকার বাইরে রেখেছে বাফুফে। সিলেটের দর্শকরা বাফুফে আস্থার প্রতিদান দিয়েছে। এবার কক্সবাজারের পালা।
শনিবার যোগ্যতর দল হিসেবেই নেপালকে হারিয়েছে ফিলিস্তিন। বড় জয় প্রয়োজন থাকা নেপালের ফুটবলাররা কখনোই সেভাবে পরীক্ষা নিতে পারেনি ফিলিস্তিনের রক্ষণভাগের। নির্ভার হয়ে খেলতে নামা তাজিকিস্তান ঠান্ডা মাথায় নেপালকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে।
‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিল
দল |
খেলা |
জয় |
ড্র |
হার |
গোল |
পয়েন্ট |
ফিলিস্তিন |
২ |
২ |
০ |
০ |
৩/০ |
৬ |
তাজিকিস্তান |
২ |
১ |
০ |
১ |
২/২ |
৩ |
নেপাল |
২ |
০ |
০ |
২ |
০/৩ |
০ |
৯ অক্টোবর : তাজিকিস্তান-ফিলিপাইন (কক্সবাজার, দুপুর ২.৩০ মি.)
১০ অক্টোবর : বাংলাদেশ-ফিলিস্তিন (কক্সবাজার. দুপুর ২.৩০ মি.)
0 Comments