লেভানদফস্কির জোড়া গোলে শেষ ষোলোর পথে বায়ার্ন

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় লেভানদফস্কির জোড়া গোলে ২-০ ব্যবধানে জেতে বায়ার্ন।
 
বেনফিকা হারলে আর নিজেরা জিতলে বায়ার্নের শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত। এই সমীকরণ সামনে রেখে নামা বায়ার্নকে ৩১তম মিনিটে স্পট কিকে এগিয়ে নেন লেভানদফস্কি। ডি-বক্সের মধ্যে এই পোলিশ ফরোয়ার্ডই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৭১তম মিনিটে লেভানদফস্কি ব্যবধান দ্বিগুণ করলে সহজ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। গ্রুপ পর্বে এ নিয়ে তৃতীয় জয় পেলো বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে রয়েছে জার্মান দলটি।

Post a Comment

0 Comments