ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেছে জুভেন্টাসের। বুধবার রাতে রোনালদোর দলকে ৩-০ গোলে হারির্য়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আতালান্তা।
গত চার আসরে টানা শিরোপা জেতা জুভেন্টাস ম্যাচের শুরু থেকেই ছিল ছন্দহীন। ১২ মিনিটে সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এরপর দুই মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে জুভেন্টাস। ৩৭ মিনিটে আতালান্তার প্রথম গোলটি করেন বেলজিয়ামের ডিফেন্ডার টিমোথি কাস্টাগনে। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোভান জাপাতা।
দুই গোলে পিছিয়ে পড়ে মেজাজটা আর ধরে রাখতে পারেননি জুভেন্টাস কোচ মাসমিলিয়ানো অ্যালেগ্রি। গায়ের জ্যাকেট খুলে ছুঁড়ে মারেন তিনি। চতুর্থ ম্যাচ অফিসিয়ালের সঙ্গে এসময় তার কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। যার ফলশ্রুতিতে রেফারি ডাগআউট থেকে বের করে দেন জুভেন্টাস কোচকে।
পরের সময়টায় আর লড়াইয়ে ফিরতে পারেনি জুভেন্টাস। বরং ৮৬ মিনিটে আরও এক গোল করে আতালান্তার বড় জয় নিশ্চিত করেন জাপাতা। নিশ্চিত হয়ে যায় তাদের সেমিতে উঠা, আর বাদ পড়া রোনালদোদের।
0 Comments