বাঁচা-মরার ম্যাচে রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামছেন মেসিরা

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সেলোনা। শুধু জয় পেলেই হবে না বড় ব্যবধানে না জিতলেও কোপা দেল রে থেকে বিদায় নিবে বার্সেলোনা।

প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরে এসেছিলো বার্সেলোনা। এই ম্যাচে সেই ব্যবধান ঘুচাতে পারলে তবেই পরের রাউন্ডের টিকেট পাবে মেসিরা।

পূর্নশক্তির দল নিয়েই আজ মাঠে নামবে বার্সেলোনা। প্রথম লেগে মেসি এবং সুয়ারেজ না থাকলেও এই লেগে সবাইকেই দলে রেখেছেন বার্সা বস।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে। সরাসরি কোন চ্যানেলে দেখা যাবে না কোপা দেল রে’র এই ম্যাচটি।

Post a Comment

0 Comments