স্বাধীনতা দিবসে দেশবাসীকে জয় উপহার দিলো বাংলাদেশের ফুটবলাররা


এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন বিপুল এবং টুটুল।
 
গোল করার পর উল্লসিত বাংলাদেশের ফুটবলাররা।
বাহরাইন ও ফিলিস্তিনের বিরুদ্ধে বাংলাদেশের লড়াকু খেলা মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। মধ্যপ্রাচ্যের দেশ দুটির কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। এ দুই ম্যাচের পারফরম্যান্স বাহরাইন থেকে একটি জয় নিয়ে ফেরার প্রত্যাশা নিয়ে বুক বেধেছিলো সবাই।
স্বাধীনতার দিনে হতাশ করেনি তারা শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার বাহরাইনের ইসা টাউনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলংকার অলিম্পিক দল।
খেলার শুরুতে ৫ মিনিটে বিপল আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ তার ১৩ মিনিট পর টুটুল হোসেন বাদশা ব্যবধান দ্বিগুণ করেন পরবর্তীতে আর কোন গোল না হওয়াতে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

Post a Comment

0 Comments