স্প্যানিশ লীগে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া

স্প্যানিশ লা লীগার ম্যাচে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ফুটবল সম্প্রচার চ্যানেল বিইএন স্পোর্টস থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।

এই তো কিছুদিন আগেই স্প্যানিশ লিগের অফিশিয়াল ফেসবুক পেজে হাজির ছিলেন তিনি। একটি কাস্টমাইজড পোস্টে ফুটবলপ্রেমীদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন, এবার দুবাইভিত্তিক বিইএন স্পোর্টসের হয়ে মেসিদের খেলায় ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।
১৯ মে লা লিগার দুটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য জামালের কাছে প্রস্তাব পাঠিয়েছে বিইএন।
স্প্যানিশ লিগের শেষ দিনে ম্যাচ আছে মোট দশটি। তবে কোন দুটি ম্যাচে তাঁকে ধারাভাষ্য দিতে হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

Post a Comment

0 Comments