প্যারিসে ফ্রান্সের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের
৫২ মিনিটে। পেনাল্টি থেকে স্পট কিকে গোল করেন অলিভিয়ের জিরুদ। তবে এই জয়ের
দিনে কাঁধে চোট পেয়েছেন ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। উরুগুয়ে গোলকিপার
কাম্পানার সঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়ে যান বাজেভাবে। তাতে মারাত্মকভাবে
আঘাত পান।
অপর প্রীতি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইতালিও।
যুক্তরাষ্ট্রকে তারা হারিয়েছে ১-০ গোলে। দীর্ঘ সময় গোলের দেখা না পাওয়া
আজ্জুরিরা ইনজুরি সময়ে গোল খরা কাটায় বদলি মাত্তেও পলিতানোর গোলে।
প্রীতি ম্যাচের বাইরে আবার নেশন্স লিগে ১-১ গোলে
পর্তুগালের সঙ্গে ড্র করেছে পোল্যান্ড। ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা করে
নেওয়া পর্তুগাল ৩৩ মিনিটে এগিয়ে যায় সিলভার গোলে। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে
গোল শোধ দেয় মিলিক। অপর দিকে নেশন্স লিগের আরেক ম্যাচে স্কটল্যান্ড
নাটকীয়ভাবে ইসরায়েলকে ৩-২ গোলে হারিয়ে ইউরো ২০২০ প্লে-অফ নিশ্চিত করেছে।
0 Comments