আগের
প্রীতি ম্যাচে ঘরের মাঠে খেলতে নেমেও গোলের দেখা পাননি পাউলো দিবালা। একই
সঙ্গে আরেক আক্রমণের সঙ্গী মাউরো ইকার্দিও ছিলেন গোলবঞ্চিত। আন্তর্জাতিক
ম্যাচের সংখ্যা বাড়লেও দেখা পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত প্রথম গোলের। তাতে
হতাশা বেড়েই চলছিলো। অবশেষে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোলের দেখা
পেয়েছেন দুই প্রাণভোমরা। টানা দুই প্রীতি ম্যাচেই আর্জেন্টিনা জিতলো ২-০
গোলে।
রাশিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ইন্টার মিলান
স্ট্রাইকার ইকার্দির। সেই তারকাই শুরুর দুই মিনিটে করলেন দারুণ এক গোল।
মেক্সিকোর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের শটে বল পাঠান জালে। তাতে অষ্টম
ম্যাচ পর আর্জেন্টিনার হয়ে দেখা পেলেন প্রথম গোলের।
আর ১৮ ম্যাচ খেলে ফেলা দিবালাও ছিলেন গোল খরায়। সেই
গোল খরা কাটাতে অপেক্ষায় থাকতো হলো ১৮ ম্যাচ পর্যন্ত!ম্যাচ শেষ হওয়ার তিন
মিনিট আগে দ্বিতীয় গোলটি করে খরা কাটান বদলি হয়ে নামা দিবালা। প্রতি
আক্রমণে সিমিওনের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান বল।
কনকাকাফ অঞ্চলের দল মেক্সিকো আগের ম্যাচ হেরে যাওয়ার
পর এই ম্যাচেও ছিলো অসহায়। কিছু সুযোগ তৈরি করলেও লক্ষ্য ভেদে যথেষ্ট ছিলো
না তাদের প্রচেষ্টাগুলো। প্রথমার্ধে ফরোয়ার্ড হেনরি মার্টিনস প্রথম সুযোগ
তৈরি করেছিলেন। তার সেই শট চলে যায় গোলকিপারের মাথার উপর দিয়ে।
বল পজেশনে অবশ্য এগিয়ে ছিলো মেক্সিকোই। ৫৭ শতাংশ
এগিয়ে থাকার সুবাদে ৬টি শট নিলেও লক্ষ্য বরাবর ছিলো মাত্র ২টি। আর
আর্জেন্টিনার নেওয়া ৪টি শটের মাঝে লক্ষ্য বরাবার ছিলো ৩টি। পাসের হিসেবে
মেক্সিকোও ছিলো এগিয়ে। যদিও আক্রমণ শাণাতে মুন্সিয়ানা দেখিয়েছে লিওনেল
স্ক্যালোনির তরুণ দল। ৬ ম্যাচের ৪টিতেই জিতেছে ভারপ্রাপ্ত এই কোচের অধীনে।
একই সঙ্গে বছরের শেষটাও আর্জেন্টিনা রাঙিয়ে নিলো দিবালা ও ইকার্দির খরা
কাটানো গোলে।
0 Comments