বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই মেসি-রোনালদো!



ট্রান্সফার মার্কেটের সব থেকে দামী একাদশে এবার স্থান হয়নি মেসি বা রোনালদোর। আছেন নেইমার এমবাপ্পেদের মতো তরুণ তারকারা।

মেসি-রোনালদো

এক কথায় বলতে গেলে বলা যায় বর্তমান ফুটবল বিশ্বের সব থেকে সেরা এবং জনপ্রিয় ফুটবলার। ২০১৮ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হতে পারেন মড্রিচ কিন্তু কেউই যে মেসি-রোনালদোর ধাঁরে কাছেও না সে কথা নিঃসন্দেহেই বলা যায়।

৩০ বছর বয়সে এখন আর তাদের গুরুত্ব আগের মতো নেই বলেই ভাবছে বর্তমানের ট্রান্সফার মার্কেট। এই প্রতিষ্ঠানটি সকল সময়ে তথ্য সংগ্রহ করে ফুটবলারদের নিয়ে। তাদের ঘোষিত বিশ্বের দামি একাদশে এবার আর স্থান হয় নি মেসি-রোনালদোর।

বিশ্বের সব থেকে দামি একাদশে যারা রয়েছেন:

গোল রক্ষক: ইয়ান ওব্ল্যাক।
ডিফেন্স : মার্সেলো, ভারানে, ভ্যান ডাইক এবং কার্বাহাল।
মিডফিল্ড: কান্তে, সাউল, এবং ডি ব্রুইন।
ফরওয়ার্ড: নেইমার, হ্যারি কেন এবং এমবাপ্পে।

Post a Comment

0 Comments