গত মাসেই খবর বের হয় নেইমারকে নেয়ার জন্য আরও একবার ইচ্ছা প্রকাশ করেছে রিয়াল কর্তৃপক্ষ। অন্যদিকে পিএসজি ছাড়তে চান নেইমারও। তবে একটা শর্তে রিয়ালে যেতে চান ব্রাজিলিয়ান তারকা।
স্প্যানিশ দৈনিক ডন ব্যালনের রিপোর্ট অনুযায়ী, নেইমারের শর্ত ছিল, ততক্ষণ তিনি রিয়ালে যোগ দেবেন না, যতক্ষণ সোলারি রিয়ালের কোচ আছেন। একইসঙ্গে নেইমার রিয়াল কোচের পদের জন্য একটি নামও প্রস্তাব করেন। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী কোচ লুইস ফিলিপ স্কলারিকে।
নেইমারের সেই শর্ত রিয়াল মেনে নিয়েছে কিনা তা জানা যায়নি। তবে দৈনিক ডন ব্যালনই আবার খবর দিচ্ছে, নেইমারকে দলে নিতে করিম বেনজেমাকেও দিতে রাজি লস ব্লাঙ্কোসরা।
পত্রিকারটি দাবি, এক ঢিলে দুই পাখি মারতে চায় রিয়াল। বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন বেনজেমা। তার এই ফর্মকেই আসলে পুঁজি করতে চায় দল। ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে পিএসজিকে আরও ১২০ মিলিয়ন ইউরোও জিতে রাজি স্প্যানিশ জায়ান্টরা।
রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ অনেকবারই নেইমারকে দলে পাওয়ার আগ্রহ দেখিছেন। এ নিয়ে বারবার খবরও বের হয়েছে। কিন্তু কোনবারই সেটা সত্যি হয়নি। তবে ডন ব্যালন জানাচ্ছে, চলতি মৌসুমে বেনজেমার দুর্দান্ত ফর্মের ওপর ভর করে স্বপ্ন পূরণ করতে চান পেরেজ।
0 Comments