এল ক্ল্যাসিকো জয়ের সাথে লা লিগার শিরোপাও নিজেদের করে নিলো বার্সেলোনা



স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলে হারালো বার্সেলোনা। এই জয়ে স্প্যানিশ লীগের শিরোপা প্রায় নিজেদের করে নিয়েছেন মেসিরা।

গত বুধবারই কোপা দেল রে’র ম্যাচে রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠেই ৩-০ গোলে হারিয়েছিলো বার্সেলোনা। এইবার লা লিগার ম্যাচেও ১-০ গোলের জয় পেয়েছে মেসিরা। বার্সেলোনার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন রাকিটিচ।

ম্যাচের ২৬ তম মিনিটে দুর্দান্ত চিপে কর্তোয়াকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার মিড ফিল্ডার ইভান রাকিটিচ।

ম্যাচের ৫৫ মিনিটে ভিনিসুয়াস জুনিয়রের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক স্টেগান। ৬১ মিনিটে মেসিকে আটকাতে গিয়ে হলুদ কার্ড দেখেন রামোস। ৯১ মিনিটে শেষ সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু এবারও বার্সার ত্রাণ কর্তার ভূমিকায় আবির্ভুত হন স্টেগান। ভারানের অসাধারন হেড ঠেকিয়ে দেন সহজেই।

ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি বাহিনী।

এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এটলেটিকো মাদ্রিদ।

Post a Comment

0 Comments