বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সল্টলেকে খেলতে গিয়ে সাংবাদিকদের বেশ
বুদ্ধিদীপ্তিক ভাবে সামলেছেন জামাল ভুঁইয়া। কলকাতার সাংবাদিকদের খোঁচামারা
প্রশ্নের জবাবে কথা এবং মাঠ উভয় জায়গায়ই সমান পারদর্শী লতা দেখিয়েছেন তিনি।
কলকাতা গিয়ে প্রথম দিনেই সাংবাদিকরা খোঁচামারা শুরু করেন। প্রেস কনফারেন্স এ কলকাতার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন,
প্রশ্নঃ আপনি তো বাঙালী ই নন!!
প্রশ্নটা শেষ হওয়ার আগেই জামাল ভূঁইয়া তাকে থামিয়ে দিয়ে বাংলায় বলেন,
আপনাকে কে বলেছে??
সাংবাদিকদের পক্ষ থেকে পাল্টা
প্রশ্ন ,আপনি কি বাংলায় কথা বলতে পারেন??
জামাল ভূঁইয়া বাংলায় উত্তর দিলেন,
আমি শুধু বাংলা নয়! আরও ৫ টা ভাষায় কথা বলতে পারি।
আরেকটি প্রশ্ন বেশ কয়েকবার শুনতে হয়েছে জামাল এবং জেমি কে। সল্টলেকের বিশাল জনসমুদ্রের সামনে চাপ সামলাতে পারবে তো বাংলাদেশ? জামাল ভুঁইয়া তখনো জবাব দিয়েছিলেন, “আমি
মনে করিনা আমরা কোন চাপে আছি। আমার মনে হয় ভারত ই বেশি চাপে আছে। মাঠ
ওদের, দর্শক ওদের, চাপও ওদের। আমরা শুধু ম্যাচটা উপভোগ এর চেষ্টাই করবো।
আমি শুধু সবাইকে বলেছি কাল আমাদের হারানোর কিছু নেই।”
সল্টলেকের এই বিশাল ভারতীয় সমুদ্রকে প্রথমার্ধেই স্তব্ধ করে দিয়েছিলেন
সাদ উদ্দিন। বাংলাদেশ লুড ধরে রেখেছিল ৮৮ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত ড্র
নিয়েই মাঠ ছাড়ে দুই দল। মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে যাওয়ার সময়
সাংবাদিকদের সাথে দেখা হলে জামাল বলেন,
“ভারত আজ বেঁচে গেল, আমাদেরই জিতে ফেরার কথা। ”
0 Comments