বীরের বেশে ঢাকায় ফিরলো জামালরা

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়া কাপ বাছাইপর্বের ভারতের বিপক্ষে খেলা শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল। একটু আগে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
 
শক্তির বিচারে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ছিলো ভারত। ফিফা র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ৮৩ ধাপ এগিয়ে। কিন্তু মাঠের খেলায় শক্তির পার্থক্য বুঝতেই দেননি জামাল ভূঁইয়ারা।
পুরো ম্যাচ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের উপর চড়াও হয়ে খেলতে থাকে আমাদের ফুটবলাররা।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল করে পুরো সল্ট লেক স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়েছিলেন সাদ উদ্দিন।
জয় যখন সুনিশ্চিত ঠিক সেই সময়েই গোল করে বাংলাদেশের স্বপ্নভঙ্গ করেন ভারতীয় ডিফেন্ডার আদিল খান।
জয় না পেলেও দেশের মানুষের মন জয় করে জামালের দল।
বলা যায় দুর্দান্ত ভারত সফর শেষে নায়কের বেশেই যেন দেশে ফিরলো জেমি ডের শিষ্যরা।

Post a Comment

0 Comments