সার্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল ডি মারিয়া সবশেষ আর্জেন্টিনার জার্সি
গায়ে জড়িয়েছিলেন রাশিয়া বিশ্বকাপে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে দু’জনই গোল
করেছিলেন। কিন্তু তাও দলের জন্য যথেষ্ট হয়নি। বিশ্বকাপ থেকে বিদায় নিতে
হয়েছে একরাশ হতাশা নিয়ে। বিশ্বকাপের পর নতুন কোচ লিওনেল স্কালোনির অধীনে
বেশ কয়েকটি প্রীতি ম্যাচে খেলেছে আর্জেন্টিনা। কিন্তু দলের সিনিয়র কোন
ফুটবলারকেই ফেরানো হয়নি।
দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি আছেন স্বেচ্ছা নির্বাসনে। তবে শোনা
যাচ্ছে তিনি নাকি আগামী মাসে আবারো আকাশী-সাদা জার্সিতে ফিরছেন। মার্চে
দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল
অ্যাসোসিয়েশন। প্রথমে তারা ভেনিজুয়েলা এবং চেক রিপাবলিকের সঙ্গে খেলার কথা
জানিয়েছিল। পরবর্তীতে চেক রিপাবলিক সরে দাঁড়ালে নতুন প্রতিপক্ষ হিসেবে
মরক্কোকে বেছে নেয় আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচ হবে ২২ মার্চ ভেনিজুয়েলার
বিপক্ষে। আর মরক্কোর বিপক্ষে ম্যাচটি হবে ২৬ মার্চ।
গত সপ্তাহে গুঞ্জন উঠেছিল, ওই প্রীতি ম্যাচে, এমনকি কোপা আমেরিকায়ও আগুয়েরো
এবং ডি মারিয়াকে নেয়া হবে না। তবে নতুন খবর হল, এ দুই ফরোয়ার্ডকে প্রীতি
ম্যাচে দলে চাইছেন কোচ স্কালোনি।
মুন্ডো আলবিসেলেস্তের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইউরোপে যাচ্ছেন
আর্জেন্টিনা কোচ। সেখানে ম্যানচেস্টার এবং পিএসজিভিত্তিক কয়েকজন ফুটবলারের
সঙ্গে বৈঠক করবেন তিনি। ডি মারিয়া এবং আগুয়েরোর সঙ্গে এ সময় তিনি কথা বলবেন
বলেই শোনা যাচ্ছে। এই সফরে তিনি মেসির সঙ্গেও তার প্রত্যাবর্তনের বিষয়ে
আলোচনা করতে পারেন।
২০১৯ মৌসুমে দারুণ ফর্মে আছেন আগুয়েরো। ম্যানচেস্টার সিটির হয়ে তিনটি
হ্যাটট্রিক করেছেন। অপরদিকে পিএসজিতে ভালো সময় কাটছে ডি মারিয়ার।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ে উভয়
গোলেই তিনি সহায়তা করেছেন।
0 Comments