প্রায় ১৮ মাস আগে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইন এ পাড়ি জমিয়েছেন নেইমার। কিন্তু তার সাবেক সতীর্থ মেসির জন্য ভালোবাসা এখনো আগের মতোই আছে বলে জানালেন তিনি।
সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার।
ইনজুরির কারণে বর্তমানে তিনি দলের বাইরে আছেন এবং চিকিৎসার জন্য ব্রাজিলে রয়েছেন তিনি। অবসর সময় থাকার কারণে প্রেসের সাথে সম্প্রতি কথা বলার সুযোগ পেয়েছেন নেইমার। সেখানেই মেসির প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মেসির প্রসঙ্গে নেইমার স্পোর্টে স্প্যাকটাকুলার-কে বলেন, “বার্সেলোনায় যখন আমার সাহায্যের দরকার ছিলো, তখন বিশ্বের সেরা খেলোয়াড়টিই আমার দিকে তার মমতার হাত বাড়িয়ে দিয়েছিলো। বার্সাতে যোগ দেওয়ার পরেই মেসি আমাকে বলেছিলো এখানে সে আছে আমাকে সাহায্য করার জন্য। লজ্জা পেতেও নিষেধ করেছিলো সে আমায়।”
0 Comments