তহুরার হ্যাটট্রিকে ফিলিপাইনকে ১০-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলে বাছাইয়ের দ্বিতীয় পর্বে ফিলিপাইনকে উড়িয়ে দিল মারিয়া-আঁখিরা। ফিলিপাইনের বিপক্ষে ১০-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী দল।

মিয়ানমারের মান্দালয়ের মান্দালার থিরি স্টেডিয়ামে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় মারিয়া-আঁখিরা। আর দ্বিতীয়ার্ধে আরও ৪ টি গোলে করে ১০- গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ নারী দল। বাংলাদেশ ফরোয়ার্ড তহুরা খাতুনের হ্যাটট্রি করেন এই ম্যাচে।

উল্লেখ্য, এই পর্বে দুই গ্রুপ থেকে সেরা ও রানার্সআপ দল খেলবে চূড়ান্ত পর্বে। সেখানে আগে থেকেই অপেক্ষায় আছে স্বাগতিক থাইল্যান্ড, গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান।

Post a Comment

0 Comments