এক ম্যাচ হাতে রেখেই এএফসির চূড়ান্ত পর্বে মেয়েরা

এএফসি অনূর্ধ্ব ১৬ নারী বাছাইপর্বের এক ম্যাচ হাতে রেখেই এশিয়ার সেরা আটে এখন বাংলাদেশের কিশোরীরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ১-০ গোলে হারিয়েছে মারিয়া মান্ডার দল। এক ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করার সঙ্গে, ২০২০ অনূর্ধ্ব-১৭ ফিফা নারী বিশ্বকাপের বাছাইপর্বেও নাম লিখালো গোলাম রব্বানী ছোটনের দল। দারুণ খেলা বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ঘরের মাঠে স্বপ্নভঙ্গ মিয়ানমারের। ছুটছে বাংলার দুরন্ত কিশোরীদের জয়রথ। র‌্যাঙ্কিং -পূর্বানুমান সব ভুল প্রমাণ করে বি গ্রুপে টানা দ্বিতীয় জয়ে, বাংলাদেশ উঠে গেলো এএফসি অনূর্ধ্ব ১৬ নারী ফুটবলের মূল পর্বে।

এক দশক পর আবারো বয়ঃভিত্তিক ফুটবলে এশিয়ার সেরা মঞ্চে খেলার স্বপ্ন দেখছিলো মিয়ানমার। তবে তারা মাঠে নামে চীনের বিপক্ষে বড় হারের গ্লানি নিয়ে। উল্টো দিকে বাংলাদেশের আত্মবিশ্বাস ছিলো ফিলিপিন্সের বিপক্ষে ১০-০ গোলের বড় জয়ের।

র‍্যাংকিংয়ে ৮১ ধাপ এগিয়ে থাকলেও সেই দাপট নিয়ে খেলতে পারেনি মিয়ানমার। মান্ডালার থিরি স্টেডিয়ামে তহুরা-শামসুন্নাহাররা বেশ ক'বার আক্রমণে যায়। পালটা আক্রমণে এসে লাভ হয়নি মিয়ানমারের। বাংলাদেশের ডিফেন্স যেন দুর্ভেদ্য দুর্গ। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের গোলমুখে বাংলাদেশ বেশ ক'বার বল নিয়ে হানা দিলেও, সেগুলো দেখেনি আলোর মুখ। মিয়ানমারের ডিফেন্স যেন ইস্পাত কঠিন। তবে সেখানেও চিড় ধরায় বাংলাদেশ।

৬৮ মিনিটে ভেঙ্গে যায় স্বাগতিকদের প্রতিরোধের দেয়াল। বাংলাদেশ এগিয়ে যায় মনিকা চাকমার গোলে।

চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে অন্তত ড্র করা চাই মিয়ানমারের। কিন্তু তাদের কোনো কৌশলই কাজে আসেনি। ফলে র‍্যাংকিংয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে থাকা দলটিকে হারিয়ে বাংলাদেশ তৃতীয়বারের মত নিশ্চিত করে মূল পর্ব।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়ে তৃপ্ত বাংলাদেশ অধিনায়কও।

গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে রোববার (৩ মার্চ) শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা।

Post a Comment

0 Comments