রিয়ালের নতুন কোচ হচ্ছেন আরেক আর্জেন্টাইন!

টানা দুই এল-ক্লাসিকোতে বার্সার কাছে নাস্তানাবুদ হওয়া রিয়াল মাদ্রিদ সম্ভবত কোচের পদে পরিবর্তন আনতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ এই সপ্তাহেই লন্ডনের বিমানে চেপে বসবেন। লন্ডনে টটেনহ্যাবমের বর্তমান কোচ পচেত্তিনোর সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাতে রিয়াল বস পেরেজ পচেত্তিনোকে যে রিয়ালে আসার আমন্ত্রণ জানাবেন তা আগাম জানিয়ে দিয়েছে ‘ডন ব্যালন’।

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল ছাড়লেন,তার পরই দলের কোচিং থেকে নিজেকে সরিয়ে নিলেন সফল কোচ জিনেদিন জিদান।হঠাৎ জিদানের বিদায়ে বেশ বিপাকে পড়ে যায় মাদ্রিদ। হুটহাটই নিয়োগ দেয়া হয় আর্জেন্টিাইন কোচ সান্তিয়াগো সোলারিকে। রিয়াল ডাগআউটে সোলারির শুরুটা ভালো হলেও সময়টা এখন একদমই বাজে যাচ্ছে। ঘরের মাঠে বার্সার বিপক্ষে টানা দুই এল-ক্লাসিকোতে হার,কোপা দেল রে থেকে বিদায়,লা-লিগায় পয়েন্ট টেবিলে দুর্বল অবস্থান- সব মিলিয়েই রিয়াল বস পেরেজের ভাবনায় চলে এসেছে নতুন কোচ নিয়োগের ফর্মুলা।

ডন ব্যালনের প্রতিবেদন অনুযায়ী খুব সম্ভবত এই মৌসুমেই চাকরিচ্যুত হচ্ছেন না সোলারি। তবে আগামী মৌসুমের শুরু থেকেই আরেক আর্জেন্টাইন পচেত্তিনোকে নিজেদের ডাগ আউটে দেখতে চায় রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য কোচ হিসেবে টটেনহ্যামের আগে আরেক ইংলিশ ক্লাব সাউদাম্পটন ও স্প্যানিশ ক্লাব এস্পানিওলে কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে পচেত্তিনোর।

Post a Comment

0 Comments