২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে

Related image
 কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। যেখানে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মামুনুল ইসলাম, সোহেল, আরিফুল ও হিমেল। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন শেখ রাসেলের মিডফিল্ডার সোহেল রানা। বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চান বাংলাদেশ দলের কোচ জেমি ডে।


অনেক প্রতিক্ষার একটা ম্যাচ। মোড়কে হয়তো তকমা থাকবে প্রীতি ম্যাচের। অথচ মূল্যহীন এই ম্যাচটিই মহামূল্যবান লাল সবুজের কোচ জেমি ডের কাছে।

কারণ বছরের তার প্রথম অ্যাসাইনমেন্ট। তারচেয়েও বড় কথা এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের আগে শেষ লড়াই। তাইতো প্রতিপক্ষ কম্বোডিয়া হলেও দল গঠনের ব্যাপারে কোন ছাড় নয়।

প্রিমিয়ার লিগ, কিংবা বিসিএল। মাঠে বসে নিজ চোখে ফুটবলারদের পরখ করে তবেই ২৩ সদস্যে স্কোয়াড ঘোষণা করলেন জেমি। যেখানে ৩ গোলরক্ষক, ৭ জন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং ফরোয়ার্ডের সংখ্যাটা ৬। গোলবারের নিচে হিমেলের জায়গা না হলেও থাকছেন সোহেল রানা। রক্ষণে তপু-বাদশা-বিশ্বনাথ, মধ্যমাঠে বিপলু-জামাল-ফাহাদ। আক্রমণে বিপিএলে দ্যুতি ছড়ানো জীবন - সবুজ। তাইতো দল নিয়ে শতভাগ সন্তুষ্ট জেমি।

কোচ জেমি বলেন,  আপনি যদি স্কোয়াডের দিকে তাকান তাহলেই বুঝবেন বাংলাদেশের এই মুহূর্তের সেরা খেলোয়াড়দের নিয়েই আমি দল গড়েছি। মামুনুল - ওয়ালি'রা নেই তার মানে এই নয় যে ভবিষ্যতের জন্য তাদের বিবেচনা করা হবে না। আসলে আমি চেয়েছি বাহরাইনের টুর্নামেন্টটির জন্য দল গোছাতে। প্রস্তুতির সময় না পেলেও ছেলেরা খেলার মধ্যেই ছিলো, যা ইতিবাচক।


এদিকে আসন্ন টুর্নামেন্ট দুইটির জন্য বাংলাদেশের কোচিং প্যানেলে চার সপ্তাহের চুক্তিতে যুক্ত হচ্ছেন গোলরক্ষক কোচ ডিন মে আর ফিজিও সিমন্ট ম্যাল্টবি, খবরটি পুরানো। তবে নতুন খবর হলো ৭ মার্চ দলের সঙ্গে সরাসরি যোগ দিবেন এ দু'জন। সঙ্গে পাওয়া গেলো বাংলাদেশের প্রীতি ম্যাচের সংখ্যা বাড়ানোর আভাস।


৯ মার্চ নম পেনে হবে কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি। আর বাহারাইনে অনুষ্ঠিয় এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট শুরু হবে ২২ মার্চ থেকে।

Post a Comment

0 Comments