গতবছর রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর আর্জেন্টিনার হয়ে খেলছেন না লিওনেল মেসি। আকাশি-সাদা জার্সিতে ফের তাকে দেখতে উন্মুখ কোটি ফুটবলপ্রেমী। অবশেষে হয়তো তাদের অপেক্ষা ঘুচতে যাচ্ছে। চলতি মাসের শেষদিকে মরক্কোর বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে পারেন তিনি।
তবে এজন্য মরক্কোকে একগাদা শর্ত পূরণ করতে হবে। মেসিকে নিয়ে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনকে (এফআরএমএফ) কতিপয় শর্ত জুড়ে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
প্রথমত, মেসিকে কোনো ধরনের বাজে ট্যাকল করতে পারবেন না মরক্কোর ফুটবলাররা। তার সঙ্গে কোনো ছবিও তুলতে পারবেন না তারা। এমনকি জার্সিও বদল করতে পারবেন না।
দ্বিতীয়ত, ম্যাচের আগে ও পরে ছোট ম্যাজিসিয়ানের সাক্ষাতকার নিতে পারবে না কোনো গণমাধ্যম। স্পেন থেকে সেখানে যেতে যাতায়াতের সুব্যবস্থা করতে হবে। উপরন্তু উন্নতমানের হোটেলে তার থাকার ব্যবস্থা করতে হবে। এতসব শর্ত পূরণ করলেও ম্যাচে ৬০ মিনিট খেলবেন ৩১ বছর বয়সী ফুটবল জাদুকর।
এ নিয়ে সর্বপ্রথম সংবাদ প্রকাশ করে আরবীয় সংবাদমাধ্যম দৈনিক আল আখবর। চাউর হয়েছে, আর্জেন্টিনার হয়ে আসছে কোপা আমেরিকা-২০১৯ মাতাবেন মেসি। এর আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না এএফএ। তবে কম্বিনেশন তৈরিতে তাকে ম্যাচ খেলানোর তাগিদ অনুভব করছে। সার্বিক বিবেচনায়, এ অভিনব পন্থা অবলম্বন আলবিসেলেস্তে অ্যাসোসিয়েশনের।
এএফএকে সজাগ করেছে সবশেষ এল ক্লাসিকো। বার্সেলোনার হয়ে খেলার সময় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের এক ডিফেন্ডার মেসিকে বাজে ট্যাকল করে বসেন। এতে মুখ দিয়ে রক্ত বের হয় হালের ফুটবল মহাতারকার। মূলত অ্যাসোসিয়েশনের টনক নড়েছে তা থেকেই।
0 Comments